,

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার, সোহাগকে ফাঁসানোর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় মাদকবিরোধী অভিযানে কয়েকজনকে গ্রেফতার করেছে প্রশাসন। তবে গ্রেফতারকৃতদের মধ্যে সোহাগ নামের একজনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সোহাগের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার কোনো দৃশ্যমান প্রমাণ নেই। বরং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধী সিন্ডিকেট, অনিয়ম, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে আসছিলেন। স্থানীয়দের মতে, এসব কর্মকাণ্ডের কারণেই একটি স্বার্থান্বেষী মহল তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে।

মানবাধিকারকর্মীরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষার নামে কোনো নিরপরাধ নাগরিককে হয়রানি করা সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী। অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেফতার করার ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে সোহাগের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়, যাতে নির্দোষ কেউ হয়রানির শিকার না হন এবং আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *