মো:আল আমিন গাজী,শ্যামনগর প্রতিনিধি:সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
তারই ধারাবাহিকতায় (১৯ নভেম্বর) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে ১ দিনব্যাপী মিডিয়া ওয়ার্কশ আয়োজন করা হয়। মিডিয়া ওয়ার্কশপ উপস্থিত ছিলেন দেশ টিভির সিনিয়র করেসপন্ডেন্ট শরিফুল্লাহ কায়সার সুমন,চ্যানেল ২৪ সিনিয়র ডিস্ট্রিক্ট রিপোর্টার আমেনা বিলকিস ময়না,
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন এবং ৩ জন প্রতিনিধি আব্দুর রশিদ, জিএম নজরুল, মাহফুজুর রহমান তালেব, মোহাম্মদ আল আমিন গাজী।
উপকূলীয় প্রেসক্লাবের দুইজন প্রতিনিধি মোঃ আল হুদা ও মোহাম্মদ ফয়সাল আহম্মেদ।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামাল। সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো-অরডিনেটর স্টিভ রয় রূপন, স্টেপ অ্যান্ড বিল্ড ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার, সি পি আর পি প্রকল্পের এরিয়া ম্যানেজার শৈলেন ফলিয়া, সিসিআরবি প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু। এ সময় সিসিডিবির এনগেজ প্রকল্পের মাধ্যমে উপকূলের পিছিয়ে পড়া নারীদের নিয়ে সাবলম্বী করে গড়ে তোলার আলোকচিত্র প্রদর্শনী করা হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply