,

সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক-১০

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে চাপসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার  ৮মে সকালে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবশের সময় তাদের আটক করা হয়। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১০ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ ব্যাটালিয়ন চাপসার বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০ টায় চাাসার সীমান্তের ৩৪৭/৬ এস পিলার এলাকাদিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ভারতে প্রায় ৮ মাস ধরে অবস্থান করে ভারতের রাজস্থানে শ্রমিকের কাজ করতো। ভারতে যুদ্ধের কারণে তারা প্রাণভয়ে অবৈধভাবে সীমান্তদিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরা হলো, জসিম উদ্দিন (২৬), সোহেল (২৯), মুসলিম (২৬), স্বপন চন্দ্র সরকার (২০), আফজাল হোসেন (২৪), সতেন (২২), নয়ন চন্দ্র (২৪), তমিজ উদ্দিন (৫০), পরিবেশ চন্দ্র (২০) ও সালমান (৪০) তারা সকলেই দিনাজপুর জেলার বাসিন্দা। আটক কৃতদের হরিপুর থানায় নিয়ে আশা হয়েছে। হরিপুর থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম বলেন বিষয়ে মামলার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *