,

সীমান্তে মানুষ পারাপারে জড়িত ফিলিপের দুই সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, ওসমান হাদীর উপর গুলির ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। তারই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে মানুষ পারাপারের সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করেছে বিজিবি।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ওসমান হাদীর ওপর গুলি ঘটনায় জড়িতরা দেশ ছাড়ছে কি-না এবং গ্রেপ্তারকৃতদের সঙ্গে অপরাধীদের কোনো যোগসূত্র রয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গুলিবিদ্ধ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাদিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *