,

সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনর প্রতিবন্ধী নারী পরিষদের সাথে স্থানীয় সরকারের ডায়ালগ অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধিঃসাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলায় লাইট হাউজ কনসোর্টিয়াম পার্টনার সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর আওতায় নাগরিকতা প্রোগ্রামের প্রতিবন্ধী নারী পরিষদের সাথে স্থানীয় সরকার বিভাগের ডায়ালগ অনুষ্ঠিত হয়।
০৭ সেপ্টেম্বর/২০২৫ ইং রোজ রবিবার শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণে প্রতিবন্ধী নাগরিকদের অধিকার ও সুশাসন নিশ্চিতে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায়- নাগরিকতা: সিভিক অ্যানগেজমেন্ট ফান্ড (সিইএফ) এর আওতায় লাইট হাউজ কনসোর্টিয়াম সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন ডায়ালগ অনুষ্ঠানের আয়োজন করে।
শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার প্রতিবন্ধী নারী পরিষদের ৩০জন ডায়ালগে অংশগ্রহণ করেন।
ডায়ালগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসার জনাব এস এম দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জনাব মো: জাকির হোসেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার বলেন, নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই অধিকার রয়েছে, বিশেষ করে প্রতিবন্ধীদের অধিকার অগ্রগন্য । সমাজসেবা অধিদপ্তর থেকে ৫৪ ধরণের সেবা প্রদান করা হয়। আমরা চাই প্রত্যেক নাগরিক যেন তাদের ন্যায্য অধিকার পায়। সে জন্য আমরা আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত। প্রতিবন্ধীদের এগিয়ে নিতে সরকার বিশেষ ঋণের ব্যবস্থা করেছে। তিনি আরো বলেন – আপনারা কর্মসংস্থানের জন্য সমাজসেবা অফিস থেকে ৫০০০০ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এছাড়াও অন্যকন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। উপজেলা সমবায় অফিসার বলেন- আর্থ-সামাজিক উন্নয়নেও প্রতিবন্ধী নারীরা ব্যাপক অবদান রাখতে পারেন। তাই আপনারা সমবায় সমিতি গঠন করে সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে নিজেদের আর্থ-সামাজিক উন্নতি করতে পারবেন। তিনি আরো বলেন- প্রতিবন্ধীদের উন্নয়নে সমবায় অফিসারের কার্যালয়ে যোগাযোগ করলে অবশ্যই তাদের সহযোগীতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *