এম,কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণকে নিয়ে কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে একই মঞ্চে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ৫জন চেয়ারম্যান
পদপ্রার্থী প্রতিশ্রুতি বদ্ধ হলে
সুজন-সুশাসনের জন্য নাগরিক কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২১ নভেম্বর রবিবার বিকাল তিনটায় ইউনিয়ন পরিষদ চত্বরে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সুজন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুজনের কালীগঞ্জের উপদেষ্টা সাঈদ মেহেদি সুজন কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এর সঞ্চালনায় জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত জনগণের সামনে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি
প্রদান করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রুহুল আমিন,ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস মোড়ল, মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন,চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত হাতপাখা পতীকের প্রার্থী অয়জুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক সাতক্ষীরা জেলা কমিটির সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহনাজ পারভীন মিলি
সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এবিএম সেলিম প্রচার সম্পাদক সাকিবুর রহমান বাবলু, কোষাধক্ষ্য এডভোকেট সেলিনা আক্তার শেলি, পৌর কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ইদ্রিসউজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সভাপতি লিলি জেসমিন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সুজনের কালিগঞ্জ সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন,শ্যামনগর উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আজাহার হোসেন, সহ-সভাপতি আবু সাইদ,যুগ্ম সাধারণ সম্পাদক এম,কামরুজ্জামান,আশেক মেহেদী সুজন সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন পৌর কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল রহমান সুজন শ্যামনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আজহার হোসেন।
প্রমুখ বক্তারা বলেন আমার ভোট আমি দেবো জেনে-শুনে-বুঝে দেবো সৎ যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে ১২নং ইউনিয়ন পরিষদের আগামীদিনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ও সাধারণ সদস্য পদপ্রার্থী সহ সাধারন জনগন সুজনের জেলা উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ সাংবাদিক সুজি ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মৌতলা ইউনিয়নের পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত হলে তাদের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি এবং পরাজিত হলেও এলাকার উন্নয়নে সহযোগিতা করার প্রতিশ্রুতি বদ্ধ হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply