,

সুন্দরবনের পাকড়াতলী চর হতে ভারতীয় ৪ জেলে সহ মাছ ধরা সরঞ্জামাদি ও ট্রলার আটক করেছে বন বিভাগ

রাবেয়া,উপকূলীয় প্রতিনিধি।। সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগ পুষ্পকাটি টহল ফাড়ী এলাকার পাকড়াতলী চর হতে বনবিভাগের সদস্যরা টইল কালে ভারতীয় ৪ জেলে সহ মাছ ধরা জাল ও ট্রলার আটক করেছে।

আটককৃত জেলেরা ১ বিকাশ মন্ডল(৪৯) পিং বঙ্কিম মন্ডল ২ শিকদার কৃষ্ণ(৪৫) পিং প্রফুল্য ৩ অলোক সরদার (৩৮) পিং সুধীর মন্ডল

৪,গুরুদাস (৪৪) পিতা ধীরেন সরদার।২৪ পরগনা ভারত

আটককৃত ভারতীয় জেলেরা নানান কৌশলে দীর্ঘদিন বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ আহরন করে যাচ্ছে।

এমতাবস্থায় বন বিভাগের সদস্যদের হাতে গত কাল শনিবার বিকাল অনুমানিক ৫ টার দিকে আটক করা হয়।

আজ রবিবার সকাল ১০ টার সময়ে বন মামলা ( পি ও আর নং ০২/ পুষ্প অব ২০-২২) দিয়ে আটককৃত জেলেদের আদালতে প্রেরন করা হয়েছে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *