,

সুন্দরবনের হরিণ লোকালয়ে? উদ্ধার করে বন বিভাগের কাছে দিল স্থানীয়রা

 

মো:আল আমিন গাজী,শ্যামনগর প্রতিনিধি:সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা জীবিত হরিণ উদ্ধার করে কোন বিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। 

বুধবার বেলা সাড়ে ১২ দিকে আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের সন্তোষ মন্ডলের বাড়ি থেকে হরিণটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা হরিণটি মুন্সিগঞ্জ বন বিভাগের টহলপাড়ীর সামনে সুন্দরবন অবমুক্ত করা হয়।

উদ্ধারকারী স্থানীয় দীনবন্ধু বলেন, আমাদের বাড়ির সামনে বনের মধ্যে একটি নৌকা যোগে কয়েকটি লোক হরিণটি খোঁজ করছিল। পরবর্তীতে আমরা কয়েকজন হরিণটাকে  দেখতে পাই। বনের মধ্যে দিয়ে রাস্তা পার হয়ে সন্তোষ কাকার বাড়ির পুকুরে লাফ দিয়ে পড়লে উদ্ধার করে বন্ধু বিভাগকে খবর দেয়।

সন্তোষ মণ্ডল বলেন, হরিণ আমার পুকুরে পড়লে স্থানীয়দের নিয়ে উদ্ধার করে বন বিভাগকে খবর দেই। গত কয়েক বছর আগে এরকম একটা হরিণ আমাদের এলাকায় এসেছিল। সেটাও উদ্ধার করে বন বিভাগের কাছ দিয়েছিলাম।

স্থানীয় মননজয় মন্ডল বলেন, ২০১৮ সালে ঠিক আমাদের এলাকা থেকে এরকম একটা হরিণ উদ্ধার করে সুন্দরবন এ অবভক্ত করা হয়েছিল। দ্বিতীয়বারের মতো আবারো হরিণ উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে সুন্দরবনের অবমুক্ত করেছি।

মুন্সিগঞ্জ টহলপাড়ির ওসি নির্মল কুমার মন্ডল জানান, স্থানীয়রা হরিণটা উদ্ধার করে আমাদেরকে খবর দেয়। পরবর্তীতে হরিণটা তাদের কাছ থেকে এনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুস্থ থাকায় গভীর সুন্দরবনের অবমুক্ত করা হয়। তবে এই হরিণ লোকালয়ে আসার সাথে যদি কোন পাচারকারী জড়িত থাকে সেটা আমরা তদন্ত করে দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *