এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃপশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকায় প্রতিরাতে চলছে নির্বিচারে হরিণ শিকার চোরা শিকারীরা ফাঁশদিয়ে হরিণ শিকার করার অভিযোগ হয়েছে। চোরাশিকারীরা বিকালে বনে প্রবেশ করে ফাঁদ পেতে রাখছে। ভোরে সেই ফাঁদে আটকা পড়া হরিণ নিয়ে লোকালয়ে এসে মাংশ বিক্রি করছে। অনেক সময় এলাকাবাসী হাতেনাতে ধরে বনবিভাগে সোপার্ধ করছে। আইনের মারপ্যাচে ঐ সব শিকারীরা মুক্তি পেয়ে পুনরায় ফিরে যাচ্ছে পূর্বের পেশায়। গত রোববার মধ্য রাতে একদল হরিণ শিকারী ৩ টা হরিণ শিকার করে ৮০কেজি মাংশ নিয়ে গাবুরার ৯ নং সোরা এলাকা দিয়ে পাচারের সময় স্থানীয় সি.পি.পি সদস্যরা ধাওয়া করলে মাংস ফেলে চলে যায় চোরা শিকারীরা, বনবিভাগের সদস্যদের খবর দেয় পরে বন কর্মকর্তরা যেয়ে মাংশ উদ্ধার করলেও কোন পাচারকারীদের আটক করতে পারেনি।এব্যারে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ,কে,এম, ইকবাল হোসাইন চৌধুরী বলেন ,খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং মাংশ উদ্ধার করি ।মাংশ রেঞ্জ অফিসে মাটিতে কেরোসিন মেখে পুতে ফেলা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করে বনআইনে মামলা হয়েছে। পাচারকারীদের ধরতে পুরস্কার ও ঘোষনা করা হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply