এম এ রশিদ,শ্যামনগর প্রতিনিধি:সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপী সুন্দরবন ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ভ্রমণ কর্মসূচির মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ধারণা লাভ এবং সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
ভ্রমণে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ সহ ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ভ্রমণকালে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন বলেন,
সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রাণভাণ্ডার। সাংবাদিকদের এ ধরনের ভ্রমণের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।
সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ তাঁর বক্তব্যে বলেন,
সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত বন্ধন দৃঢ় করতেই এই ভ্রমণের আয়োজন। পাশাপাশি সুন্দরবনের বাস্তব চিত্র কাছ থেকে দেখার সুযোগ তৈরি হয়েছে।
ভ্রমণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তির পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়। ভবিষ্যতেও সুন্দরবন প্রেস ক্লাবের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply