,

সুবর্ণচরে অসহায় মহিলার জমি দখলের অভিযোগ পতিপক্ষের বিরুদ্ধে

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে সাবেক ইউপি সদস্য আলেয়া বেগমের জমি দখল করে নেওয়ার অভিযোগ ওঠেছে, স্থানীয় ফরিদ গংদের বিরুদ্ধে
শুক্রবার দিবাগত রাতে উপজেলার খাসের হাট রাস্তার মাথায় জমি দখলের এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আমার মালিকীয় ও দখলীয় ১ একর ৫৬ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখল করে নেওয়ার পায়তারা করছে স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী শেখ ফরিদ উদ্দিন ও তার সহযোগিরা। গত ৫ আগস্টের পর থেকে তারা নিজেদেরকে বিএনপি সমর্থক দাবি করে আমার জমি দখলের চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতের আঁধারে শেখ ফরিদ সন্ত্রাসী ভাড়া করে ভেকু মেশিন দিয়ে আমার জমির মাটি কেটে দখল করে নেয়। এই নিয়ে আদালতে দুটি মামলা চলমান রয়েছে।
তিনি আরো বলেন,খবর পেয়ে আমি ৪ জন মহিলা আত্মীয় নিয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের ধাওয়া করলে আমরা নিরাপদে সরে গিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছি। এসময় আমাদের সঙ্গে থাকা ফাতেমা আক্তার নামে এক আত্মীয়কে খুঁজে পাওয়া যায়নি। পরে আমি ৯৯৯ এ ফোন করলে তারা চরজব্বর থানার পুলিশের নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলে চরজব্বর থানা পুলিশকে একাধিক বার কল করলে ও আজ দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোন পুলিশ আসেনি। আমরা দখলদারদের উপযুক্ত বিচার চাই। এবিষয়ে
অভিযুক্ত ফরিদ ওরপে তেল ফরিদ এর সাথে মেটো ফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, অভিযোগ কারী আলেয়া বেগমের মালিকানা কোন কাগজপত্র নেই, এটা আমার জায়গা আমি কাজ করছি।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে গিয়ে অভিযোগকারী কাউকে ঘটনাস্থলে পায়নি এবং আজ দুপুর পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *