,

সুবর্ণচরে ইমাম বোখারী মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার সংলগ্ন ইমাম বোখারী (রহঃ) মডেল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় মাদ্রাসা ক্যাম্পাসে রহমত উল্যাহ সবুজ এর সঞ্চালনায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা সুপার এ এফ এম মনিরুদ্দিনের সভাপতিত্বে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চরজুবিলী রাব্বানীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, হারিছ চৌধুরী বাজার বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসাইন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, আলহাজ্ব মাওলানা ছানা উল্যাহ মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন, চরজব্বর ডিগ্রি কলেজের প্রভাষক বেলাল হোসেন ভুট্রো, প্রভাষক আবু তাহের, প্রভাষক অলি উল্যাহ জিল্লু, মাওলানা আব্দুল ওয়াদুদ, হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম বলেন,নতুন বাংলাদেশের জন্য মানবিক ও নৈতিক শিক্ষা প্রয়োজন। এক্ষেত্রে সম্মানিত অভিভাবকবৃন্দ ও আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *