মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হাবিবউল্লাহ বাহার দোকান সংলগ্ন চরওয়াপদা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১১ সালে স্থাপিত হয়।
প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়টি ভালোই চলছিলো, ২০২০ সালে মহামারী করোনা ভাইরাসের কারণে বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে ছাত্র ছাত্রীগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলে যায়, ফলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। দীর্ঘ পাঁচ বছর পর বিদ্যালয়টি পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে ২০ ডিসেম্বর শুক্রবার বিকালে অত্র বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সুবর্ণচর উপজেলা গ্রাম পুলিশ সমিতির সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের দফাদার ইউসুফ গনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ইসমাইল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আকবর হোসেন ডুবাইওয়ালা, স্কুলের উপদেষ্টা হাজী সাহাব উদ্দিন আমিন,ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ইউপি সদস্য বেলাল হোসেন, আব্দুল কাদের মেম্বার, এডভোকেট সালাউদ্দিন, এডভোকেট আব্দুল্লাহ, আমিন উল্যাহ বাদশা, হাজী আব্দুর রহিম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক মন্ডলী, ছাত্র ছাত্রী বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় স্কুলটি পুনরায় চালু করায় উদ্যোগক্তাদের ধন্যবাদ জানান এলাকাবাসী।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply