,

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর সুবর্ণচর উপজেলার
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০জুলাই) সুবর্ণচর উপজেলা হলরুমে উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর এর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অঃদঃ) শামীমা আক্তার।
এই সময় কলেজ পর্যায়ে বক্তব্য রাখেন, চর জুবলি রব্বানিয়া ফাজিল( ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান।
হাজী মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবু নিরঞ্জন চন্দ্র নাথ এবং ডেসটিনি কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র।
উচ্চ বিদ্যালয় শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাস, শহীদ জয়নাল আবদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, এবং চরবাটা মহিলা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক খুবায়েব হোসাইন।
ম্যানেজিং কমিটির মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ছায়েদুল হক।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মোস্তফা আলী।
শিক্ষার্থীর মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, ফারজানা আক্তার,তাসনুবা তারান্নুর নরিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্রবান মানুষ হতে হবে। তবেই আমাদের সমাজ ও দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তারা আরো বলেন যারা মেধা তালিকায় এগিয়ে তাদের সবাই অনুকরণ করতে চায়, তাই মেধাবী শিক্ষার্থীদের প্রতিটি কাজ ভেবেচিন্তে নৈতিকতার সাথে করতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ পারফরম্যান্সকারী, প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এই কর্মসূচির মাধ্যমে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি দেওয়া হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে আরও গুণগত মানসম্পন্ন শিক্ষাদানে উৎসাহিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *