,

সুবর্ণচরে জলবায়ু সংকটাপন্ন এলাকায় বৈষম্যহীন শিক্ষার অধিকার সুরক্ষায় করনীয় শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের সওদাগর হাট উচ্চ বিদ্যালয় মাঠে চন্দ্রকলি ফাউন্ডেশনের আয়োজনে সংকটাপন্ন এলাকায় বৈষম্যহীন শিক্ষার অধিকার সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৯ নভেম্বর) সন্ধায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চন্দ্রকলি ট্রাষ্টের চীফ কডিনেটর মোঃ শাখাওয়াত উল্যার সঞ্চালনায়
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডেপুটি এসাইনমেন্ট এডিটর তারেক মোহাম্মদ মোরতুজা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান।
এছাড়া ও বিশিষ্ট রাজনীতিবিদ সুবর্ণ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় অবসর প্রাপ্ত ১০ জন গুনীজনকে সন্মাননা ক্রেস্ট,ও উপহার প্রধান করা হয়।
পরে গুণীজন সংবর্ধনা, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *