মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনে বাঁধা ও জোর পূর্বক জায়গা দখল সহ মারধর হুমকি ধামকির প্রতিবাদে হাবিব উল্যাহ ও সফিক উল্যাহর বিচার চেয়ে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী শেখ আহমদ ও তার পরিবার।
পহেলা মার্চ (শনিবার) বেলা ১২ টায় সুবর্ণচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শেখ আহমদ বলেন, পশ্চিম চরজুবিলী গ্রামে ২০১৭ সালে রফিক উল্যাহর কাছ থেকে সাড়ে ৫ ডিং জমি ক্রয় করেন, সে সময় একটি নির্মাণ উক্ত ভূমিতে কাজ শুরু করেন, টাকা না থাকায় কাজটি শেষ করতে পারেন নি। চলতি বছরের শুরুতে ঐ জায়গায় পূনরায় কাজ শুরু করেন এতে পশ্চিম চর জুবিলী গ্রামের আতরের জামানের পুত্র হাবিব উল্যা (৪০),সফিক উল্যাহ (৪২) চাঁদার দাবীতে ঘর নির্মাণে কাজে বাঁধা দেয়। এতে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা উল্টো আমার জায়গায় জোর পূর্বক একটি ঘর তুলে দেয় এ নিয়ে বাঁধা দিলে তারা ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমার স্ত্রী সন্তানকে মারধর করে। এবিষয়ে আমি চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তারা আবারো আমার নির্মাণাধীন ঘরের নানা জিনিস পত্র রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় এবং সেখানে মাটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করে আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, আমি এসকল চাঁদাবাজের বিচার চাই।
সংবাদ সম্মেলনে সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
চরজব্বর থানার (অফিসার ইনচার্জ) ওসি শাহীন মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply