,

সুবর্ণচরে প্রাথমিক বিদ্যালয়ের পাশেই প্রাইভেট মাদ্রাসা নির্মাণের অভিযোগ

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর জিয়া উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাণিজ্যিক ভাবে গড়ে তোলা হচ্ছে বিবি রহিমা নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা নামে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাটি গড়ে উঠলে হুমকির মুখে পড়বে চর জিয়া উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের এক কিলোমিটারের ভিতরে পূর্ব থেকেই দুইটি নূরানী মাদ্রাসা চালু রয়েছে। নতুন আরেকটি মাদ্রাসা চালু করা হলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে কথা হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, স্থানীয় এলাকাবাসী, বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিযুক্ত মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে।
চর জিয়া উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ফারুক জানান, আমাদের বিদ্যালয়ের ২০০ গজ দক্ষিণে সরকারি নীতিমালা ও স্থাপনা বিধি অমান্য করে বিবি রহিমা নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা নামে একটি প্রাইভেট মাদ্রাসা স্থাপন করার জন্য ঘর নির্মাণ করতেছে একটি মহল। এতে করে বিদ্যালয়টি শিক্ষার্থী সংকটে পড়বে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হোসেন বলেন, সরকারি স্কুলের পাশে যদি নতুন কোন প্রাইভেট
শিক্ষা প্রতিষ্ঠান হতে যায়,তাহলে স্কুলের ছাত্র ছাত্রী কমে যাবে, সরকারি স্কুলের মারাত্মক ক্ষতি হবে।
এ বিষয়ে মাদ্রাসার জমিদাতা সায়েদুল হক বলেন, একটি প্রাইভেট মাদ্রাসা নির্মাণ করার জন্য আমি জমি দিয়েছি, কারো কাছ থেকে কোন প্রকার অনুমোদন নেয়নি।
স্থানীয় এলাকাবাসীরা জানান, আমরা দ্বীনি প্রতিষ্ঠানের পক্ষে, তবে এক কিলোমিটারের মধ্যে যেহেতু আরো দুইটি মাদ্রাসা রয়েছে, নতুন করে আর মাদ্রাসা করার কোন প্রয়োজন নেই, সরকারি বিদ্যালয়ের পাশে নতুন করে প্রাইভেট মাদ্রাসা নির্মাণ করলে বিদ্যালয়টি হুমকির মুখে পড়বে। তারা ছাত্র-ছাত্রী মুখর বিদ্যালয় ফিরে পেতে সংশ্লীষ্টদের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। এ অবস্থা চলমান থাকলে বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার সঙ্কা প্রকাশ করেন তারা।
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসহাক মিঞা জানান, চর জিয়া উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরকারি নীতিমালা অমান্য করে একটি মাদ্রাসা নির্মাণের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আরো দুইটি মাদ্রাসা থাকায় নতুন করে মাদ্রাসা নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করেছি, এবং এ বিষয়ে ডিসি মহোদয়কে অবগত করেছি।
এ ছাড়াও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন সরকার জানান, মাদ্রাসার কারনে যদি সরকারি বিদ্যালয় হুমকির মুখে পড়ে তাহলে এবিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মোঃ আবুল বাসার,নির্বাহী সম্পাদক, দৈনিক অগ্রদূতঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *