মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার করেছে বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখা।
২০ নভেম্বর (বুধবার) বেলা ১২টায় বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইয়াছিন আরাফাত, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল বাদশা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস।
আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি লিটন চন্দ্র দাস, সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী, আব্দুল বারি বাবলু, হানিফ মাহমুদ, ইমাম উদ্দিন সুমন,আহসান হাবীব, আব্দুল জব্বার আকাশ প্রমুখ।
এসময় বক্তারা বাংলাদেশের ডেঙ্গুর বর্তমান অবস্থা ও পরিসংখ্যান, ডেঙ্গুর লক্ষণ, কারণ, চিকিৎসা পদ্ধতি, ডেঙ্গুর প্রতিকার ও প্রতিরোধের বিষয়ে আলোকপাত করেন।
বক্তারা আরো বলেন,
ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্র হলো এডিস মশার বংশ বিস্তার রোধ করা। এক্ষেত্রে জন সচেতনতার বিকল্প নেই। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তারের স্থান নির্মূলে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ডেঙ্গু সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পারে। এছাড়াও ডেঙ্গুর প্রকোপ কমানোর লক্ষ্যে বসুন্ধরা শুভ সংঘের সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply