,

সুবর্ণচরে বালু তোলার দায়ে ৩ মাস জেল ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধিঃজেলার সুবর্ণচরের চর জুবলির জনবসতি এলাকায় দেশের আইন আদালতের প্রতি কোন ধরনের তোয়াক্কা না করে একের পর এক বালু তোলার দায়ে বালু তোলা মেশিনের মেস্ত্রী তাজুল ইসলামের ৩ মাস জেল ও ৫০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার, সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মাসহ সঙ্গীয় আদালতের লোকজন ঘটনাস্থল হতে বালু তোলার মেশিনসহ তাকে আটক করে। ঘটনাস্থলে আইনশৃঙ্খরা বাহিনীর উপিস্থিতি টের পেয়ে হেদায়েত ও আক্তার হোসেন বাবুল পালিয়ে যায়।
জানা যায়, পশ্চিম চর জুবলিতে হেদায়েত ও আক্তার হোসেন বাবুল দীর্ঘদিন ধরে একটি সরকারী জনচলাচলের রাস্তার পাশের জমি হতে বালু তুলে আসছে। এ বালু মনির নামের আরেক বালু ব্যবসায়ীর কাছে বিক্রয় করে আশে-পাশের বসতিগুলোর সর্বনাশ করে তুলছেন তারা। এতে ভুমি ধ্বসের বিপর্যয়ের আশঙ্কায় চরম আতঙ্কিত হয়ে ওঠছেন স্থানীয়রা। স্থানীয় রইচ ভুঁঞা বাড়ি, মায়ার বাড়ি ও বলি বাড়ির লোকজন জানান, গত দু’মাস ধরে এভাবে বালু তোলার কারণে পুরো জমিটি একটি বিশাল গভীর দিঘীতে পরিণত হয়েছে। একইভবে সরকারী রাস্তাটিও জনচলাচলের অযোগ্য হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *