,

সুবর্ণচরে মামলা করায় বাদীনিকে হত্যার হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ আবুল বাসার,নিজস্ব প্রতিনিধি,নোয়াখালীঃ নোয়াখালী সুবর্ণর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন আব্দুল আলীর পুত্র জহির ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ধর্ষনের শিকার ইয়ানুর বেগম। এই ঘটনায় চরজব্বর থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ইয়ানুর বেগম,কিছুদিন আগ থেকে মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করেন জহিরের ও বাবা ও আত্মীয় স্বজনেরা
সংবাদ সম্মেলনে ধর্ষণের শিকার ভুক্তভোগী ইয়ানুর বেগম বিচার না পেলে আত্মহত্যার হুমকি প্রধান করেন।
বৃহস্পতিবার (১৫জানুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ভুক্তভোগী ইয়ানুর বেগম সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে ইয়ানুর বেগম বলেন, জহিরের সাথে আমার চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো, বিয়ের প্রলোভন দেখিয়ে জহির আমার সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক করে, এবং বিভিন্ন সময় ব্যবসার কথা বলে নগদ চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ আত্মসাৎ করে, এরপর থেকে জহির আমাকে ভয়-ভীতি দেখান এবং কাউকে এ ঘটনা বললে আমাকে মেরে ফেলার হুমকি দেন।

আত্মীয়-স্বজনদের পরামর্শে চরজব্বার থানায় জহিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করি আমি ভয়ে নানা জায়গায় আত্মগোপন করে আছি। জহির বর্তমানে নোয়াখালী কারাগারে আছে।
জহির ইসলামের লোকজনের ভয়ে আমার বৃদ্ধ মা-বাবা ও পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন। তার লোকজন প্রভাব বিস্তার করে আমার দায়ের করা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে,আমি জহিরের স্ত্রী হিসেবে স্বীকৃতি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *