মোঃ আবুল বাসার,নিজস্ব প্রতিনিধি,নোয়াখালীঃআজ ১৬ ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৫৫ তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। নানা আয়োজনে নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন উপজেলা প্রশাসন। মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply