মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। আরো দুইটি দোকান আংশিক পুড়ে গেছে, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে সাত টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, ফার্মেসী ব্যবসায়ী লিমন, সেলুন দোকানদার ফিল্টন, কাপড় দোকানদার জৌগস্বর, মুদি দোকানদার আব্দুল হাই মেম্বার, হোটেল দোকানদার আফসার উদ্দিন।
চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু জানান, সকাল সাড়ে সাত টার দিকে আমার বাসার সামনে হারিছ চৌধুরী বাজারের পশ্চিম মাথায় আনন্দ মার্কেটে
হঠাৎ বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়, আরো দুইটি দোকান আংশিক পুড়ে গেছে, এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর সহযোগিতায় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই চারটি দোকার পুড়ে যায়।
সুবর্ণচর ফায়ার সার্ভিস কর্মকর্তা নুর নবী জানান, চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু’র মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply