মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ সুবর্নচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। হাসান মাহমুদ বাপ্পীকে আহ্বায়ক এবং জারিফ হোসেন আপনকে ১নং যুগ্ম আহ্বায়ক করে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।
গতকাল রাতে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত এবং সাধারণ সম্পাদক রহমত উল্ল্যাহ ভূঁইয়া সাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া হয়৷
এ কমিটির অন্য দুই যুগ্ম-আহ্বায়ক হলেন আলা উদ্দিন চৌধুরী এবং রাকিব হোসাইন৷
আহ্বায়ক কমিটিতে ৪১ জনকে সদস্য করা হয়েছে৷
এ কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে উপজেলার সব ইউনিটের সাংগঠনিক কার্যক্রম গতিশীলতার জন্যে ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগ ৷ এবিষয়ে আহ্বায়ক হাসান মাহমুদ বাপ্পি বলেন।বাংলাদেশকে একটি আধুনিক, অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিশ্রুতিবদ্ধ। স্বেচ্ছাসেবক লীগ দেশের তরুণ ও যুব সমাজকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের বলিষ্ঠ নেতৃত্বে নোয়াখালী জেলা আওয়ামী লীগ ও নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবকলীগের দিক নির্দেশনায় কাজ করে যাবো। সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে একটা গতিশীল ও স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তুলতে আহবায়ক কমিটি কাজ করে যাবে।
সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply