,

সুশীলনের লিংকেজ মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অক্সফাম এর কারীগরি ও আর্থিক সহযোগীতায় সুশীলন রিকল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে, উৎপাদক দলের সদস্যদের সাথে ইনপুট ও আউটপুট মার্কেট এ্যাকটরদের সমন্বয়ে লিংকেজ মিটিং টি অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে হাইজিং সেন্টারের সদস্য, স্যানিটেশন সেন্টারের সদস্য, কাঁকড়া উৎপাদক দলের সদস্য, শপিং ব্যাগ উৎপাদক দলের সদস্য, সবজী উৎপাদক দলের সদস্য, হাঁস ও মাছ চাষ উৎপাদক দলের সদস্য, মিষ্টির প্যাকেট উৎপাদক দলের সদস্য, কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী, এনজি ও জন প্রতিনিধি সহ বাজার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি (ইউপি চেয়ারমান আবু সালেহ বাবু) উপস্থিত ছিলেন। এসময় মিটিং এ স্যানিটারী ন্যাপকিন এর গুনগত মান ঠিক রেখে উৎপাদন করার ও মাধ্যমিক পর্যায়ের স্কুল গুলোতে প্রচারনা করার পরামর্শ প্রদার করেন। মিটিং এ সুশীলন রিকল ২০২১এর পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এস এম. জাকির হোসেন, দিবাকর ঘোষ, মীর হাসিব উল্যাহ, শহীদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *