নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর কালিগঞ্জ থানার দড়িসোম এলাকার বাসিন্দা মোহাম্মদ নাজমুল হক (৫৫) অভিযোগ করেছেন যে দালাল মমিন ফকির তার ভাতিজা সোহেল রানা (২৩) কে সৌদি আরবে পাঠানোর কথা বলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ ও পাসপোর্ট গ্রহণ করার পরও এক বছরের বেশি সময় ধরে তাকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়েছে । গত ১৫ ই জুন ২০২৪ তারিখে মোমিন ফকিরের বাড়িতে গিয়ে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে মোমিন ফকির তাকে গালি গালাস করে এবং ভায়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনায় নাজমুল হক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে, এদিকে দালাল মমিন ফকির ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান মমিন ফকির তিন বছর আগে সৌদি আরবে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও তাদের বিদেশে পাঠাইনি এতে অনেক পরিবার ঋণের বোঝায় নিঃস্ব হয়ে পড়েছেন। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন মমিন ফকির ও তার স্ত্রীরা আওয়ামী লীগ নেতাদের সহায়তায় তাদের হুমকি দিত এবং টাকা ফেরত দিতে অস্বীকার করত। গত ৭ই ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগীরা মানববন্ধন করে দালাল চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ দালাল মনির ফকিরকে গ্রেফতার করতে ব্যস্ত হয়েছে। ভুক্তভোগীরা তথ্যপ্রযুক্তির ব্যবহার করে দালালকে গ্রেফতার এবং তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের কাছে জানান তারা যেন এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রতারক দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।তারা বলেন এই প্রতারক দালালদের স্থান জেলখানার চৌদ্দ শিকার মধ্যেই হওয়া উচিত ।ভুক্তভোগীরা সরকারও আইন প্রয়োগকারী সংস্থার কাছে দালাল মুমিন ফকিরের বিরুদ্ধে দূরত্ব আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ।এই ঘটনায় ভুক্তভোগীরা আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply