মোঃ জাহাঙ্গীর,নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ‘বৃক্ষ রোধন আর নয়, আসুন করি বৃক্ষরোপণ’ এই স্লোগানকে সামনে রেখে পূর্বধলা উপজেলার অন্যতম সমাজ উন্নয়নমূলক ছাত্র সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন রাঙ্গামাটিয়া’র উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের বোয়ালিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচী উদ্ধোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শফিউদ্দিন জয়নাল তালুকদার। এসময় তিনি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন রাঙ্গামাটিয়া’র এই বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এতে উপস্থিত ছিলেন কাপাশিয়া হলি চাইল্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম দুলাল, বোয়ালিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জালাল তালুকদার, সহকারী শিক্ষক জনাব আজিজুল ইসলাম, কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন সহকারী শিক্ষক জনাব আজিমউদ্দিন। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন স্কুল-কলেজ,মসজিদ-মাদরাসা,রাস্তার মোড়,বাজার এবং বাড়ির আঙিনায় ১০০০ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ওমর ফারুক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক হোসাইন রিয়াদ,যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিফ আহমেদ শান্ত, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, দপ্তর সম্পাদক ফয়সাল আমীন, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক শহিদ ফকির, সদস্য- রুহুল আমীন,মামুন,হিরন,মহিউদ্দিন জাহাঙ্গীর প্রমূখ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply