,

স্বামীকে হত্যার পর বুকের ওপর ‘সরি ‘লিখে’ স্ত্রীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় স্বামী আবুল কালাম আজাদকে হত্যার বুকের ওপর ‘সরি জান আই লাভ ইউ’ লিখে আত্মহত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী নাজমিন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার আবুল কালাম আজাদ (৪৫) কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় স্ত্রী নাজমিন স্বামী আবুল কালাম আজাদকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এরপর একটি চিরকুট লিখে নিজেও গলায় ফাঁস দেন।

এদিকে, তাদের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে।

চিরকুটে লেখা ছিল, ‘আমি কিছু শেষ করে দিলাম। আমি ২.৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। একা হলেও বাঁচবো না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুইজন মরে গেলাম%A

Comments are closed.