,

স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ, ডা. সাবরিনাসহ সাতজনের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদকঃস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, করোনা পরীক্ষার জালিয়াতিতে আলোচিত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সাবেক রেজিস্ট্রার ডা. সাবরিনা শারমিন হোসেনসহ সাতজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদি হয়ে বুধবার এ মামলা করেন। আজাদ ও সাবরিনা ছাড়া বাকি আসামিদের মধ্যে আছেন সাবরিনার স্বামী জেকেজি হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী।

মামলায় সাত আসামির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, জাল-জালিয়াতি এবং প্রতারণার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *