,

হরিপুরে ফুলকপির বাম্পার ফলন কৃষকের  মুখে হাসি


জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁয়ের হরিপুরে ফুলকপির বাম্পার ফলন।হাট-বাজার ফুলকপি ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে দাম বেশ ভালো হওয়া উপজেলার ফুলকপি চাষীর মুখে হাসি ফুটছে।

হরিপুর কৃষি অফিস সূত্রে জানা যায়,উপজেলার ৬টি ইউনিয়নে ১৫হেক্টর জমিতে ফুলকপি চাষাবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার ফুলকপির চাষাবাদ বেশী করেছ কৃষক। হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের কৃষক নজরুল বলেন, আমি এবার সাড়ে তিন বিঘা জমিতে ফুলকপি চাষ করছি। ক্ষেত আমার ফুলকপিতে ভরপুর। বিক্রি করা শুরু করছি। বর্তমান বাজারে ফুলকপি ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাচা মাল ব্যবসায়ীরা ক্ষেত এসেনিয়ে যাচ্ছে। ফুলকপি তুলার পর ওই জমিতে ভুট্রার চাষ করব। এখন পর্যন্ত ক্ষেতে পানি সেচ, রাসায়নিক সার ও কীটনাশক সহ খরচ হয়েছে ৫০ হাজার টাকা। গত বছরের চেয়ে ফলন ও বাজার দামও ভালা। আশা করি ভালা অর্থ পাবো। তার বাগান গ্রামের কৃষক রেজাবুল বলেন, আমি দুই বিঘা জমিতে ফুরকপি চাষ কর ১লক্ষ ৬০ হাজার টাকা বিক্রি করছি। কলোনি পাড়ার কৃষক আমির বলন, আমি এক বিঘা জমিতে ৩০ হাজার টাকা খরচ কর ফুলকপির আবাদ করছিলাম এত আমার লাভ হয়েছে ৫০ হাজার টাকা। উপজেলার কৃষি কর্মকর্তা রুবল হুসেন বলেন, ফুলকপি শীতকালীন সবজি। বেলে দোয়াশ মাটিত এর চাষাবাদ ভালো হয়। ফুলকপি চাষের প্রতি এ উপজেলার কৃষকের অগ্রহ বারছে। ফুলকপি চাষে কম খরচে অল্প সময়র মধ্যে বাজার যাত করে ভালো অর্থ পাওয়া যায়। এ বিষয় আমরা কৃষক কে প্রশিক্ষণ ও মাঠ পর্যায় গিয়ে পরামর্শ দিয়েছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *