সাকিব আহমেদ হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে ৪০০ মিটার চায়না দোয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমানের নেতৃত্বে কাণ্ঠাপাড়া ইছামতি নদীতে মৎস্য অভয়াশ্রমে অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, কাণ্ঠাপাড়া পুরাতন ইছামতি নদীতে মৎস্য অভয়াশ্রমের ভেতর থেকে ৩০০ মিটার এবং অভয়াশ্রমের পাশে থেকে ১০০ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর ইসলামসহ মৎস্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত ‘চায়না দোয়ারী’ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply