,

হাতিয়ায় ফেরীর দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সম্মিলিত সমাজিক কল্যান সংগঠন

রায়জুল ইসলামঃ ৯ আগস্ট ২০২৫, শনিবার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্থায়ী ফেরি সার্ভিস চালুর দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “সম্মিলিত সামাজিক সংগঠন” এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাতিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও ঢাকায় বসবাসরত দ্বীপবাসীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন— “অবহেলার অবসান চাই, হাতিয়ার ফেরি দ্রুত চাই”। তারা বলেন, দীর্ঘদিন ধরে হাতিয়ার প্রায় ৮ লক্ষ মানুষ মৌলিক অবকাঠামো ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত।

বক্তারা তিনটি মৌলিক দাবি উপস্থাপন করেন—
১. নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ
২. নিরাপদ ও আধুনিক যাতায়াত ব্যবস্থা, বিশেষ করে স্থায়ী ফেরি সার্ভিস চালু
৩. শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন ও পর্যাপ্ত সুবিধা নিশ্চিত

তারা অভিযোগ করেন, নদী ভাঙনের কারণে প্রতিবছর শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ছে, চাষের জমি নদীতে বিলীন হচ্ছে এবং জীবিকা হুমকির মুখে পড়ছে। অপরদিকে, দ্বীপের সাথে মূল ভূখণ্ডের একমাত্র যোগাযোগ ব্যবস্থা নৌপথ— যা বর্ষা ও দুর্যোগের সময়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থায়ী ফেরি সার্ভিস চালু হলে যাতায়াতের সময় ও খরচ কমবে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুরবস্থাও মানববন্ধনে আলোচিত হয়। বক্তারা বলেন, দ্বীপের অনেক এলাকায় পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই, চিকিৎসা সেবায় ঘাটতি ও চিকিৎসক সংকট বিদ্যমান, যা জরুরি স্বাস্থ্যসেবা থেকে মানুষকে বঞ্চিত করছে।

আয়োজকরা সরকারের কাছে অবিলম্বে এই তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *