,

হাতিয়ায় বিএনপির ইফতার ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আবুল বাসার নোয়াখালী প্রতিনিধিঃ
বিএনপি‍‍`র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী হাতিয়া উপজেলার ২নং চানন্দী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে চানন্দী ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদ এর সঞ্চালনায় দলীয় নেতাকর্মীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে ভূমিহীন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি ছিলেন, হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক খোকন, বিএনপির সাবেক উপজেলা সভাপতি আলা উদ্দিন, সহসভাপতি মাছউদুর রহমান বাবর, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ, নোয়াখালী জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হোসেন আজাদ প্রমুখ।
এ ছাড়াও ছাত্রদল,যুবদল কৃষকদল,শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরে বিএনপি‍‍`র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *