,

১/১১-এর পরিণতি বিএনপিই বেশি ভোগ করেছে: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টারঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নাকি ১/১১ আনার পায়তারা করছে। যারা বলছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই ২০০৭ সালে ১/১১-এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করে নাই।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে বহু মত, বহু টেলিভিশন, বহু সংবাদপত্র কথা বলার সুযোগ পেয়ে আমাদের দলের বিরুদ্ধে কথা বলছে। আমাদের দুই একজন নেতা দুই এক জায়গায় কিছু কথা বলে থাকতে পারে হয়তো, আমি দেখি নাই। আমি বাহিরে ছিলাম। ইদানিং দেখলাম বহুলোক বহু কথা বলছে। অনেকে বিএনপিকে ভারতের দিকে ঠেলে দিতে চায়। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আপনারা নিজের চেহারা আয়নায় দেখুন, দেশবাসীকে ফাঁকি দেয়ার চেষ্টা করবেন না।

আজকে আমাদেরকে ঠেলে দিতে চাচ্ছেন অন্য শিবিরে, উদ্দেশ্যটা কি? এ প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, আমাদেরকে আওয়ামী লীগের সিল মারতে চান? ভারতের দালাল বানাতে চান? এই কথা কখনো চিন্তা করবেন না। এই দেশে অতন্দ্র প্রহরী ছিলো জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া। এই দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার জন্য অতন্দ্র প্রহরী আমার নেতাকর্মী ভাইয়েরা।

বাংলাদেশে জিয়া পরিবারের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জিয়াউর রহমানের পরিবার সম্পর্কে যারা অবজ্ঞা প্রকাশ করতে চান তাদের সম্পর্কে বলতে চাই, এই পরিবারের ত্যাগ যদি জাতি ভুলে যায়, এটা ঠিক হবে না। এই জাতির প্রতি, পরিবারের প্রতি অন্যায় করা হবে। আরাফাত রহমান কোকো মারা গেলেন, তার বড় ভাই দেশ ত্যাগী, তার মা এখন পর্যন্ত চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *