,

৩য় পর্যায়ের (২য় ধাপে) প্রধানমন্ত্রীর উপহার ২০ টি গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর

মোঃ জুয়েল রানা ,সখিপুর প্রতিনিধি(টাংগাইল) বৃহস্পতিবার সকালে সখিপুর উপজেলা হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রমের অংশ হিসেবে সখিপুর উপজেলা ২০ টি ঘর গৃহহীনদের মাঝে সনদপত্রসহ হস্তান্তর করা হয় । এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে গৃহহীন ও ভূমিহীন থাকবে না এই বলে অঙ্গীকার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সখিপুর উপজেলা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি সহ ঘর দান করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম এর সভাপতিত্বে সে সময় উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং বাসাইল সখিপুর এর সংসদ সদ্যস বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপি মহোদয় সহ সখিপুর থানা ভারপাপ্ত কর্মকর্তা মো রেজাউল করিম স্যার সহ সখিপুর উপজেলার মেয়র জনাব আবু হানিফ আজাদ সহ সখিপুর উপজেলার আওয়ামীলিগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার সহ ৪ নং যাদবপুর ইউনিয়ন এর চেয়্যারমান জনাব এ কে এম আতিকুর রহমান আতোয়ার সহ সাবেক টাংগাইল জেলা ছাএলীগ এর আহব্বায়ক হাতীবান্ধা ইউনিয়ন এর চেয়্যারমান পদ পাথী জনাব রনি আহম্মেদ সহ সখিপুর উপজেলা ছাএলীগ সহ ৪ নং যাদবপুর ইউনিয়ন ছাএলীগ এর সভাপতি জনাব আল আমিন আহম্মেদ সহ সখিপুর উপজেলা পেস ক্লালাবের সভাপতি এবং সেগ্রেটারী সহ সকল নেতা কমী উপস্থিত থাকেন। এবং সখিপুর উপজেলা গৃহহীন মানুষ বলে আমরা গরিব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাগো ঘর দিচ্ছে তাতে আমরা অনেক খুশি হয়েছি। গৃহহীন পরিবারের মানুষেরা বলে আমাগো বেঁচে থাকা অনেক কষ্ট হতো সরকার আমাগো ঘর দিয়ে অনেক উপকার করছে। নেতা কর্মীরা বলেন আমরা গরীব দুঃখীদের মাঝে গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর এনে দিতে পেরে আমরা অনেক ধন্য হয়েছে কারণ তারা অনেক সুখে শান্তিতে বসবাস করবে এই বলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।কাছে । সে খান কার গৃহহীন ও ভূমিহীন মানুষেরা বলে শেখ হাসিনা সরকার আমাগো উপকার করেছে আমরা তার জন্য প্রাণভরে দোয়া করি আর যারা আমাগো জাগা সহ ঘর আইনা দিয়া সাহায্য করছে তাগো নিগা মন খুলে দোয়া করি আল্লাহ জানি তাগো আমাগো নাগাল গরিবের মাঝে এই রহম সবসময় উপকার করার তৌফিক দান করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *