,

৪৬ বছরের রাজনৈতিক ক্যারিয়ার, নারায়ণগঞ্জ তিন আসনে নান্নু মুন্সীর বটগাছেই আস্থা রাখছে ভোটাররা

নিজস্ব প্রতিবেদক:দীর্ঘ ৪৬ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী জনগণের পাশে থেকেছেন নিরলসভাবে। ১৯৮০ সাল থেকে রাজনীতির মাঠে সক্রিয় এই প্রবীণ নেতা কখনো ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেননি, এমনটাই বলছেন তাঁর সহকর্মী ও স্থানীয় জনগণ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নান্নু মুন্সীর রাজনীতি ছিল সেবামূলক ও আদর্শনির্ভর। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং নৈতিক রাজনীতির চর্চা, এই বিষয়গুলোই তাঁকে সাধারণ মানুষের কাছে আলাদা অবস্থানে নিয়ে গেছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের ত্যাগী এই নেতার প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। অনেকের ভাষায়, “তিনি রাজনীতি থেকে কিছু নেননি, বরং সবসময় জনগণকে দিয়েই গেছেন।”
আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে নান্নু মুন্সীর পক্ষে জনমতের শক্ত অবস্থান স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের ধারণা, দীর্ঘদিনের সততা, ত্যাগ ও জনসম্পৃক্ততার ফল হিসেবে এবারের নির্বাচন নান্নু মুন্সীর জন্য একটি বিজয়ের নির্বাচন হতে যাচ্ছে।
সব মিলিয়ে বলা যায়, চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে নিষ্ঠা ও ত্যাগের যে নজির আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী স্থাপন করেছেন, তারই প্রতিফলন ঘটতে পারে আসন্ন নির্বাচনে, এমন প্রত্যাশাই এখন সর্বত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *