নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা জেলা প্রশাসনের একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে শ্যামনগর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সার্বিক ব্যবস্থাপনায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বনায়ন কার্যক্রম উদবোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী(ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ জোয়ারদার, প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল, হিসাব রক্ষক বিধান মধু, সহযোগী প্রোগ্রাম অফিসার রুবিনা পারভীন,সিডিও ইয়ুথ টিমের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গাজী মোস্তাক হোসেন, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য জগবন্ধু কয়াল,গোলাম রব্বানী, সদস্য আনিসুর রহমান মিলন, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি রাশিদুল ইসলাম, সদর ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,সদর ইউনিটের জামাল বাদশা,রমজাননগর ইউনিটের প্রণব, আটুলিয়া ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কবির মুন্না, সদর ইউনিটের সাদি, রিয়াজ হোসেন সহ প্রমুখ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply