,

বারসিক এর উদ্যোগে বনায়ন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধিঃগবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক‘র উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট এ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ্য দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ (পরিবেশ) প্রকল্প এর আওতায় ২৮ জুলাই বিশ^ প্রকৃতি সংরক্ষণ দিবস-২৩ উৎযাপণ করা হয়। সাতক্ষীরা জেলার উপকুলবর্তী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষানিকেতন এর আঙিনায় উক্ত দিবস উৎযাপণ উপলক্ষ্যে প্রতিবেশীক বনায়ন কর্মউদ্যোগ গৃহিত হয়।

আজ ২৪ জুলাই ২৩ তারিখ সকাল ১০টায় বিশ^ প্রকৃতি সংরক্ষণ দিবস-২৩ উৎযাপণ উপলক্ষ্যে বিদ্যালয় আঙিনায় স্থানীয় এলাকা উপযোগী ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী প্রায় ১০০টি গাছের চারা রোপন কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মকান্ডে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কমির বলেন,“মানুষ সহ বিভিন্ন প্রানের বেঁচে থাকার জন্য বৃক্ষ প্রজাতির কোন বিকল্প নেই। এজন্য আমাদের সবাইকে বেশী পরিমানে গাছ লাগাতে হবে। গাছকে ভালোবেসে যতœ সহকারে পরিচর্যা করতে হবে। তবেই পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ হবে।

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উৎযাপণ উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মকান্ডে আরো উপস্থিত ছিলেন, “বিদ্যালয়ের শিক্ষক-শির্ক্ষাথী, বারসিক এর সিএসও সদস্যবৃন্দ, দুর্যোগ স্বেচ্ছাসেবকগণ, স্থানীয় মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও বারসিক এর ভারপ্রাপ্ত সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডল, বিধান মধু, এ্যাডভোকেসী এ্যাসিসটেন্ট ফজলুল হক ও মাঠ সহায়ক আব্দুল আলীম বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, স্টুডেন্টস ফোরামের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *