,

অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে নায়েব রসানলে

শ্যামনগর প্রতিনিধি।।শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কূলতলী রামচন্দ্রপুর এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল কালিগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার পেশাদার বালু উত্তোলনকারী রনি নামের এক ব্যক্তি।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান এর নির্দেশে ইউনিয়ন তফসিলদার রেজাউল করিম বালু উত্তোলন বন্ধ করতে গিলে বালু উত্তোলন কারী দের নির্দেশে স্থানীয় ক্যাডার বাহিনী ইউনিয়ন তফসিলদারের উপরে চড়াও হয় ।

একপর্যায়ে উত্তোলনের স্থান ত্যাগ করতে বাধ্য হয় তহসিলদার এ খবরে সুশীল সমাজের লোকজন খোব প্রকাশ করেন।

এ বিষয়ে তহসিলদার রেজাউল করিম জানায় এসিলান্ড স্যারের নির্দেশে আমি বালু উত্তোলন বন্ধ করতে স্থানে যাই বালু উত্তোলন কারী দের নির্দেশে ওই গ্ৰামের ক্যাডার বাহিনী দ্বারা আমার উপরে হামলা করে একপর্যায়ে আমি এসিলান্ড স্যারের জানিয়ে চলে আসি।

শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান বলেন আমি বিষয় টা শোনার পরে উপজেলা নির্বাহী স্যার এর জানিয়েছি তিনি নিজেই যেতে চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *