,

জুতা খুলতেই বেরিয়ে এলো ৪০ লাখ টাকার স্বর্ণ

ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে পাঁচটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবির সদস্যরা। আজ শুক্রবার (৪ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপির ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে চোরা কারবারির পায়ের জুতা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আশরাফুল হক শুক্রবার দুপুর ২টায় তার অফিসে এক প্রেস ব্রিফিংয়ে জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আজ শুক্রবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী বিওপির ছয়ঘরিয়া এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির নায়েক মোজাফফর হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় অবস্থান গ্রহণ করে।

তিনি আরও জানান, অভিযানিক দলটি শুক্রবার সকাল ৭টার দিকে ওই এলাকা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করে। পরে তার ডান পায়ের জুতার ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৩৯ লাখ ৩৭ হাজার টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে আসামিকে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান ব্যাটালিয়ন কমান্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *