,

ব্যতিক্রমধর্মী আয়োজন শোক দিবস পালন করল মাদারীপুরে সেচ্ছাসেবীরা

সোহাগ হাসান,মাদারীপুর প্রতিনিধি১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বপ্নের সবুজ বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও মানব সেবা রক্ত ব্যাংক — Human Services Blood Bank এর বিনামূল্যে রক্ত পরীক্ষা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেন।
উক্ত কর্মসূচি মাদারীপুর শহরের আশেপাশে মানুষের মাঝে দু শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। সেই সাথে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই সম্পর্কে স্বপ্নের সবুজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো: ইমরান মুন্সি বলে, সোনার বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন কিন্তু ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে তা করেছে তার পরিবার এবং তার স্বপক্ষের লোকজনকে। আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।সেই সাথে নতুন প্রজন্মের প্রতি আহ্বান বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলাদেশ তথা স্বপ্নের সবুজ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য শোক হোক নতুন প্রজন্মের শক্তি, উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন হোক জাতীয় শোক দিবসের অঙ্গীকার জয় হোউক মানবতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *