,

বিশ্ব জলবায়ু কর্ম-সপ্তাহ উদযাপন উপলক্ষে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র বিশ্ব জলবায়ু কর্ম-সপ্তাহ উদযাপন-২০২৩ উপলক্ষে শ্যামনগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ সেপ্টেম্বর সকাল ১০ টায় প্রেসক্লাব হল রুমে কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) যৌথ আয়োজনে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হাফিজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি এসএম রাইসুল ইসলাম ও সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সমন্বয়ক সাইদুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর মধ্যে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। এখানে সিডর আইলা বুলবুল আমফান মহাসেন নার্গিস ইয়াশ ফীন ভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস এর কারণে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা বার বার ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। একই সাথে সমুদ্রের পানি উচ্চতা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের উপকূলীয় এলাকার বাকগুলো ভেঙে লোকালয় পানি ঢুকে আমাদের কৃষি জমিকে লবণাক্ত করে ফেলছে। ফলে এ অঞ্চলের কৃষিভিত্তিক জীবন জীবিকা নষ্ট হয়ে গিয়েছে। দিন যতই যাচ্ছে বাংলাদেশের মধ্যে উপকূলীয় অঞ্চলের জীবন জীবিকা ততটা ঝুঁকির মধ্যে পড়ছে। ফলে মানুষ জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে এসে ভিড় করছে এবং ইটভাটা সহ বিভিন্ন ঝুঁকি পেশা যুক্ত হচ্ছে। আর্থিক সামাজিক দুরবস্থার কারণে উপকূলীয় এলাকায় মানুষের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। নদীর বাঁধ ভাঙ্গন, লবণাক্ততা বৃদ্ধির ফলে মানুষের সম্পদের পরিমাণ কমে যাচ্ছে ফলে তাদের মধ্যে নানা ধরনের দ্বন্দ সংঘাতের ঝুঁকি আরো বেড়ে গিয়ে সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হতে পারে। জলবায়ু পরিবর্তনের জন্য আমরা মোটেও দায়ী নয়। জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের যে লস এবং ড্যামেজ হয়েছে তার ক্ষতিপূরণ পাওয়া আমাদের ন্যায়সংগত অধিকার। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ সমঝোতার নামে বছরের পর বছর দেন দরবার করে কাটিয়ে দিয়েছেন এবং এখনো পর্যন্ত তারা সময় ক্ষেপণ করছে কিন্তু তারা কোন সমাধানে পৌঁছাতে পারেনি। এখনো বিলাসী জীবন বাদ দিয়ে কার্বন নির্গমন বন্ধ কর। কারণ একটাই পৃথিবী এটা না বাজলে ৭০০ কোটি মানুষ ও অন্যান্য প্রাণী এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। আপনাদের লিখনের মাধ্যমে আমাদের প্রত্যাশা উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যার কথাগুলো দেশবাসী ও বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন। যাতে করে উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *