,

শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি ক্লিনিকে সিলগালা

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি ক্লিনিকে সিলগালা করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধান ও উপজেলা নির্বাহী অফিসার,এর নির্দেশে শ্যামনগর সদরে অবস্থিত আনিকা প্রাইভেট ক্লিনিকে ও সেবা ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও শ্যামনগর পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামান। ক্লিনিকটি একবার বন্ধ করে দেয়ার পরে একই ক্লিনিক ভিন্ন নাম দিয়া পরিচালনা, ভূয়া লাইসেন্স ব্যবহার, চিকিৎসক বিহীন অপারেশন, পোস্ট অপারেটিভ রুম না থাকা, ডিপ্লোমা করা নার্স না থাকা, এনেস্থিসিয়া দেয়ার ট্যাকনিক্যাল লোক না থাকা,রেজিস্ট্রার ম্যানটেইন না করা, ওটি রেজিস্ট্রার এ ডাক্তারের স্বাক্ষর না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখাসহ নানা অনিয়মের কারনে আনিকা প্রাইভেট ক্লিনিক সিলগালা করে দেয়া হয়। এ সময় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আর এম ও ডাক্তার মো: তরিকুল সহ তার টিম উপস্থিত ছিলেন।শ্যামনগর থানার একটা চৌকস টিম মোবাইল কোর্ট এ সহযোগিতা করেন। অপর দিকে ২৫ সেপ্টেম্বর বিকালে শ্যামনগর হায়বাতপুর মোড়েসেবা নার্সিংহোমে ভুয়া সনদ ব্যবহার,রেজিঃ চিকিৎসা বিহীন অপারেশন ও বিভিন্ন অনিয়ম এর কারণে ক্লিনিক টি সিলগালা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *