নিজিস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগরে ক্রিয়েটিং উইম্যান লিডারশীপ ফর রেজিলিয়ান্স ইন মুদ্রা আদিবাসী (ইনডিজিনাস) কমিউনিটি” নামক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১২.৩০ মিনিটে উপজেলা পরিষদ হল রুমে কমিউনিটি চেষ্টা কোরিয়ার অর্থায়নে এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় ও ব্রেকিং দ্যা সাইলেন্স’র বাস্তবায়নে প্রকল্প অবহিত করণ সভায় উপজেলা নিবার্হী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন অক্সফাম বাংলাদেশ প্রকল্পের ব্যবস্থাপক মোঃ মোস্তফা আলী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রেকিং দ্যা সাইলেন্স’র পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস খালেদা খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,উপজেলা প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক এম,কামরুজ্জামান, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল-ইমরান,সামসের পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, রমজাননগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল-মামুন, সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য ও আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply