এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগরে পিকেএসএফ কর্তৃক পিপিইপিপি-ইইউ’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন-করেন ইউরোপীয় রাষ্ট্রদূত চার্লস স্টুয়ার্ট হোয়াইটলি।
বুধবার ১৮ অক্টোবর সকাল ৯ টায় ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাপউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে উপজেলার কৈখালী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে চলমান ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপিল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের রাষ্ট্রদূত চার্লস স্টুয়ার্ট হোয়াইটলি,ফিস্ট কাউন্সেলর, ইউরোপীয় ইউনিয়নের এডউইন পিটার জোজেফ কোয়েককোক,অ্যাটাচে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মিস সারা লুইসা ফনসেকা সিলভা,ইইউ প্রোগ্রাম ম্যানেজার মিস মেহের নিগার ভাইউন,
পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার,প্রকল্প পরিচালক (পিপিইপিপি-ইইউ) এনডিসি ম্যাডাম ড.শরীফ আহম্মদ চৌধূরী,উপ-প্রকল্প পরিচালক (পিপিইপিপি-ইইউ) উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) তানভীর সুলতানা, ব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ মনিরুজ্জামান খান, উপ-ব্যবস্থাপক (কার্যক্রম)আহম্মেদ মাহামুদুর রহমান খান।এসময় আরো উপস্থিত ছিলেন এনজিএফ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লুৎফর রহমান পরিচালক মোঃ আলমগীর কবির, মোঃ মাহাবুব আলম মঞ্জু, হেড অব মনিটরিং, মূল্যায়ন ও ডকুমেন্টেশন এবং এনজিএফ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
(পরিদর্শনকৃত বিষয়সমূহ পশ্চিম কৈখালী প্রসপারিটি সদস্যদের সাথে আলোচনা, গাভী পালন আইজিএ, মাচা পদ্ধতিতে ছাগল পালন আইজি, ক্ষুদ্র ব্যবসা, স্ত্রিস্তরে সবজি চাষ আইজিএ, কার্প-গলদা মিশ্র চাষ আইজিএ, ভেটকি-তেলাপিয়া মিশ্র চাষ আইজিএ, অক্সিজেন ভ্যানে মাছের পোনা পরিবহন আইজএ, নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ আইজিএ, মা ও শিশু ফোরামের সদস্যদের সাথে আলোচনা, সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী ক্লাব) এর সদস্যদের সাথে আলোচনা, সেলাই এর কাজ, পরিবেশবান্ধব কলম তৈরির আইজিএ, ফিশিং গিয়ার তৈরি, কৃষি সেবা ও কৃষিপণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন, প্রসপারিটি বাড়ি ও সরকারী কমিউনিটি ক্লিনিক এর কার্যক্রম)।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply