,

শ্যামনগরে মুন্ডা আদিবাসী (ইন্ডিজেনাস) কমিউনিটি প্রকল্পের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিনিধিঃকমিউনিটি চেষ্ট কোরিয়ার অর্থায়নে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় ব্রেকিং দ্য সাইলেন্স কর্তৃক বাস্তবায়িত” ক্রিয়েটিং উইম্যান লিডারশীপ ফর রেজিলেন্স ইন মুন্ডা আদিবাসী (ইন্ডিজেনাস) কমিউনিটি” প্রকল্পের অবহিতকরণ সভা শ্যামনগর উপজেলার কৈখালী এবং রমজাননগর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। কৈখালী ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন শেখ আব্দুর রহিম, চেয়ারম্যান, কৈখালী ইউনিয়ন পরিষদ শ্যামনগর। উভয় সভায় প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন মোঃ সুরুজ আলী সরকার, প্রকল্পসমন্বয়কারী, ’ক্রিয়েটিং উইম্যান লিডারশীপ ফর রেজিলেন্স ইন মুন্ডাআদিবাসী (ইন্ডিজেনাস) কমিউনিটি’ প্রকল্প, ব্রেকিং দ্য সাইলেন্স। প্রকল্পটি শ্যামনগর উপজেলার রমজাননগর ও কৈখালী ইউনিয়নে মুন্ডা সম্প্রদায়ের ১৫২টি পরিবার নিয়ে ১০ টি আত্মনির্ভরশীল দল গঠনের মাধ্যমে কাজ করছে।জলবায়ু সহনশীল জীবনযাত্রা, কৃষি, নারী নেতৃত্বে উন্নয়ন, আয়-বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা-স্বাস্থ্য ও জনসচেতনতা বিষয়ক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।
সভায় উক্ত প্রকল্পের ব্রেকিং দ্য সাইলেন্স-এর শ্যামনগরে কর্মরত সকলে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদেও ওয়ার্ড মেম্বার, মহিলা মেম্বার, এলাকার সমাজকর্মী, এনজিও প্রতিনিধি, মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধি ও অন্যান্য অনেকে। উক্ত দুইটি সভায় মোট ৬৩ জন অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারীগণ মুন্ডা সম্পদায়ের জনগোষ্ঠী জীবন ও জীবিকার উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *