এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় এলজিইডি’র বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিত ২ টি সড়ক ১ টি স্কুলের ভবন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য এসএম জগলুল হায়দার।সোমবার (৬ নভেম্বর) বিকাল ৪ টার সময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার প্রাইমারি এডুকেশন ডেভলপমেন্ট প্রজেক্ট- ৪ প্রকল্পের আওতায় ১ সরকারি প্রাইমারি ভবন নির্মাণ ১ কোটি ৩ লক্ষ ১২ হাজার ৩৫২ টাকা ব্যয়ে নূরনগর ইউনিয়নে রামচন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন কাজ নির্মাণ,শ্যামনগর উপজেলার পরিষদ হতে গোপালপুর মোড় পর্যন্ত ৮৬০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ ১ লক্ষ ৩ লক্ষ ৩৯ হাজার ৪৩৪ টাকা ব্যায়ে কাজ ও শ্যামনগর ইউপি অফিস খানপুর হাট ভায় শহিদ মিনার, চালিতাঘাটা বাজার সড়ক পর্যন্ত আরসিসি ৫৫০ মিটার ও বিসি ২১০০ মিটার পর্যন্ত ২কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য জগলুল হায়দার।এ সময় তিনি গ্রামীণ সড়ক উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান অসিম কুমার মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর,ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন হোসেন,নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান,সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ মজিদ,সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, নূরনগর ইউনিয়ন আ’লীগের সম্পাদক সাধারন সোহেল রানা (বাবু), উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব বাবু, কালিগঞ্জ আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক কাজী রবায়তুল ইসলাম (তপন), নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কুমার মুখার্জি, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, নূরনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল্লাহ, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি গোলাম মোস্তফা নুরনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবদুল গফফার, নুরনগর ইউনিয়ন তাঁতীলীগের সহ-সভাপতি মেহেদী হাসান নুরনগর ইউনিয়ন ছাএলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহস্রাধীক এলাকাবাসী। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের রূহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply