,

পাবনায় শুরু হলো মাসব্যাপী বইমেলা ও পুস্তক প্রদর্শনী

মোহাম্মাদ রাশেদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃবাঙালির ভাষার মাস ফেব্রুয়ারী এর স্মরণে পাবনায় শুরু হয়েছে মাসব্যাপী বইমেলা ও পুস্তক প্রদর্শনী।
বৃহস্পতিবার (০১ফেব্রুয়ারি) রাতে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর আয়োজনে প্রদীপ প্রজ্বলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথি বৃন্দরা। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী (পিন্টুর) সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে বই মেলার শুভ উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সন্মানিত উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান ও অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।স্বাগত বক্তব্য রাখেন পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক আব্দুল মতিন খান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বইমেলা উদ্যাপন পরিষদ পাবনার সভাপতি শিবজিত নাগ। মেলায় ঢাকা থেকে আগত বিভিন্ন সুনামধন্য প্রকাশনী ও স্থানীয় লেখকদের নিয়ে প্রকাশিত ও প্রকাশনী মিলে প্রায় ৩২টি স্টল বই মেলাতে অংশ গ্রহণ করেছেন।প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বই মেলার গেট। এছাড়াও মাদ্রাসা,স্কুল,কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা মূলক প্রতিযোগিতা সহ,বই মেলায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক দলের নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিভিন্ন কুইজ প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *