,

সিদ্ধিরগঞ্জে ওসির বিশেষ অভিযানে ৪ সাজাপ্রাপ্তসহ ৭ ওয়ারেন্টের আসামী গ্রেফতার


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লা থেকে ৪ জন সাজাপ্রাপ্ত ও ৭ জন ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কামরুল ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, নুর আলম, মাকসুদ, হুমায়ন কবির ও মুনসুর আলম। গ্রেফতারকৃত আসামীরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেনেন্টর আসামী বলে জানান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক বলেন, সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ড থেকে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ও ওয়ারেন্টের আসামীদের গ্রেফতার করা হয়। আরো আসামীদের ধরতে বিশেষ অভিযান চলমান থাকবে। সিদ্ধিরগঞ্জ থানায় কামরুল ফারুক যোগদান করার পর সিদ্ধিরগঞ্জে ৩ খুনের মূল হত্যাকারীকে গ্রেফতার সহ বিভিন্ন আলোচিত মামলা রহস্য উদঘাটন করে এলাকাবাসী কাছে জনপ্রিয়তা লাভ করেছেন। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ওসি কামরুল ফারুকের আতংকে এলাকা পালিয়েছেন বলে জানা যায়। কামরুল ফারুক সিদ্ধিরগঞ্জে আসার পর থেকে আইনশৃঙ্খলা ব্যাপক ভাবে উন্নতি হয়েছে বলেও জানান সিদ্ধিরগঞ্জের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *