এস কে আলীম,কপিলমুনি খুলনাঃআজ একুশে রমজান চ্যানেল নাইনে ইসলামী সংগীত পরিবেশন করবেন।
কপিলমুনি শিশু শিল্পী তহেরা কবির ত্বহা। সে কপিলমুনি প্রেসক্লাবের কোষাধক্ষ্য জিএম মোস্তাক আহমেদের নাতনি তহেরা কবির ত্বহা আজ বিকাল ৪ টায় স্যাটেলাইট টিভি চ্যানেল নাইনে দলীয় ইসলামী সংগীত পরিবেশন করবেন। সংগীতটি কাজী নজরুল ইসলাম একাডেমি মগবাজার,ঢাকার ভিডিও বার্তায় অনুষ্ঠিত হইবে। ত্বহা খুলনা জেলার বয়রা দারুল মাকাম কালচার স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। তার সংগীত শিক্ষা গুরু হিফজুর রহমান। পিতা হুমায়ুন কবির বাংলাদেশ নৌবাহিনী কাতার মিশনে কর্মরত ও মাতা তানিয়া সুলতানা (গৃহিনি)।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply