,

নিরপেক্ষতা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে —— পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

হাফিজুর রহমান শিমুলঃনিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। মঙ্গলবার (৭ মে-২৪) সকাল ১০ টায় জেলার কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কর্মবন্টন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিনি বক্তব্যে বলেন- আইন শৃঙ্খলা সমুন্নত রেখে নিজ দায়িত্ব পালন করতে হবে। কোনো রকম অনিয়ম দুর্নীতি ও প্রভাবে প্রভাবিত হওয়া থেকে বিরত থাকতে হবে।জেলার দু’টি উপজেলায় ভোট গ্রহন হচ্ছে, এ ভোট শান্তিপূর্ণ পরিবেশে হতে হবে। বিতর্কিত ভোট গ্রহনের ও সহায়তা প্রদানের সুযোগ নেই। এমন অপরাধে কেহ অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তৎক্ষনাৎ। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্তিতির জন্য সতর্ক থাকার আহবান জানান।
শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে দায়িত্ব পালন কারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন কি বিজয়ী হবেন আর কে পরাজিত হবেন এ চিন্তা আমাদের না। এ সময়ে উপস্থিত ছিলেন জেলার অতিঃ পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) আমিনুর রহমান, ডিএস বি’র অতিঃ পুলিশ সুপার আতিকুল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার আমিনুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *